Last Updated: October 27, 2011 21:31

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার পালা ভাইফোঁটার। কিন্তু উত্সবের মেজাজে বাধ সেধেছে সব্জি ও মাছের চ়ডা দাম। তবে আপাতত সেসব উপেক্ষা করেই ভাইয়ের পাতে সেরা জিনিসটা তুলে দিতে বাজারে ভিড় কিন্তু চোখে পড়ার মতো। ভাইফোঁটার মিষ্টি কিনতে লাইনে দাঁড়িয়েও কোন বিরক্তি নেই বোনেদের। কোন মিষ্টি এবার নতুন তৈরী হচ্ছে তার খোঁজ খবরও চলছে দোকানে দোকানে। শহরের মিষ্টির দোকান গুলিতে মিষ্টি নিয়ে এক্সপিরিমেন্ট চলছেই। তার মধ্যে থেকেই সেরাটা ভাইয়ের পাতে তুলে দিতে কোন কসুর করছে না বোনেরা। রসের মিষ্টি না সন্দেশ? আপনার ভাই কোনটা পছন্দ করেন? ভাইয়ের পছন্দ যাই হোক না কেন মিষ্টির দোকানে গেলে ভিড় না ঠেলে উপায় নেই।
First Published: Friday, October 28, 2011, 08:54