দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

দিঘায় প্রবল জলোচ্ছ্বাসভরা কোটালের টানে দিঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস। সেইসঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। প্রবল জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র সংলগ্ন গার্ডওয়াল টপকে রাস্তায় জল ঢুকছে। আট থেকে দশ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে সমুদ্রতটে। 

জলোচ্ছ্বাস দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। তবে সেক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকায়, পর্যটকদের সুরক্ষার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটাই  জানানো হয়েছে দিঘা উন্নয়ন পর্ষদের তরফে। জলোচ্ছ্বাসের মধ্যে যাতে কেউ সমুদ্রে নামতে না পারেন, সেইজন্য নুলিয়া এবং পুলিসি প্রহরার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। জলোচ্ছ্বাসের জেরে ইতিমধ্যেই নিশ্চিহ্ণ হয়ে গিয়েছে শঙ্করপুর, জলধা, চাঁদপুর, তাজপুর, মন্দারমণি প্রভৃতি জায়গার সমুদ্র বাঁধ। রাতের দিকে জলোচ্ছ্বাসের মাত্রা বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।





First Published: Monday, August 20, 2012, 21:56


comments powered by Disqus