Last Updated: March 15, 2013 18:30

ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সল্টলেক পুরসভার অফিসার অন স্পেশাল ডিউটি নিয়োগ পদ্ধতিকে অবৈধ আখ্যা দিল কলকাতা হাইকোর্ট।
কৃষ্ণা চক্রবর্তী পুরসভার চেয়ারপার্সন হওয়ার পরেই সুব্রত ঘোষকে অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হয়। এক টাকা সাম্মানিকের বিনিময়ে এই নিয়োগ করা হয়। সেই নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। তার ভিত্তিতেই আজ এই নির্দেশ দেয় হাইকোর্ট। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেবিষয়েও সতর্ক করেছে হাইকোর্ট।
First Published: Friday, March 15, 2013, 18:30