Last Updated: April 5, 2013 20:23

হাইকোর্টের নির্দেশে কলকাতায় ফৌজদারি মামলার আদালতের সংখ্যা নয় থেকে কমে তিনে এসে দাঁড়াল। এর ফলে বিচারপ্রক্রিয়া আরও দীর্ঘ হবে বলে আশঙ্কা আইনজীবীদেরই একাংশের। প্রথম দিনেই যার প্রভাব পড়েছে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড মামলার শুনানিতে।
সবমিলিয়ে এতদিন নটি আদালতে শুনানি চলত কলকাতার নগর দায়রা আদালতে। কিন্তু হাইকোর্টের নির্দেশে ছটিই বন্ধ হয়ে এখন তিনটিতে কাজ চলছে। বন্ধ করে দেওয়ায় ওই ছটি আদালতে যে মামলা চলছিল তা ভাগ করে দেওয়া হয়েছে বাকি তিনটিতে।
এক নম্বর আদালতে এক, চার এবং সাত, এই তিনটি আদালতের কাজ চলছে। দুই নম্বর আদালতে দুই, তিন এবং পাঁচ নম্বর আদালতের কাজ চলছে। নয় নম্বর আদালতে চলছে নয়, ছয় এবং আট নম্বর আদালতের কাজ।
এই সিদ্ধান্তে বিচারপ্রক্রিয়া দীর্ঘ হবে বলে আইনজীবীদের অভিযোগ।
বিচারপ্রক্রিয়া বিলম্বিত হওয়ার যে আশঙ্কা আইনজীবীরা করছেন, তারই প্রভাব শুক্রবার দেখা গেল পার্ক স্ট্রিট মামলার ওপর। শুক্র এবং শনিবার মামলার শুনানির কথা ছিল। কিন্তু দুদিনের জন্য তা স্থগিত করে দেওয়া হয়। পরবর্তী শুনানি হবে সোমবার।
First Published: Friday, April 5, 2013, 20:23