গ্রন্থাগারে সংবাদপত্র বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ হাইকোর্টের, ধাক্কা খেল রাজ্য

গ্রন্থাগারে সংবাদপত্র বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ হাইকোর্টের, ধাক্কা খেল রাজ্য

গ্রন্থাগারে সংবাদপত্র বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ হাইকোর্টের, ধাক্কা খেল রাজ্যসংবাদপত্র সংক্রান্ত মামলাতেও ধাক্কা খেল রাজ্য। সরকারি গ্রন্থাগারে সংবাদপত্র রাখা নিয়ে সরকারের বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সরকারি গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র থাকবে, তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। কিন্তু তালিকা থেকে বাদ যায় বহুল প্রচারিত বেশ কয়েকটি সংবাদপত্র। রাজ্য জুড়ে বিতর্কের ঝড় ওঠে। এনিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়।

বৃহস্পতিবার, সরকারি বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ, বহুল প্রচারিত সংবাদপত্রগুলিকে রাখতে হবে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সতেরোই জুলাইয়ের মধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে। সরকার না বিজ্ঞপ্তি জারি করলে আদালতই ব্যবস্থা নেবে। এই মর্মে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

First Published: Thursday, July 4, 2013, 16:32


comments powered by Disqus