Last Updated: July 8, 2013 16:30

সিপিআইএম বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জিকে মারধরের ঘটনায় বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরেরও অনুমতি দিয়েছে আদালত। অধ্যক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিসের কাছে অভিযুক্ত তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে এফআইআর করা যাচ্ছে না বলে হাইকোর্টে অভিযোগ করেন গৌরাঙ্গ চ্যাটার্জি।
অধ্যক্ষের ভূমিকা নিয়ে আজ বিচারপতি দীপঙ্কর দত্তের প্রশ্নের মুখে পড়েন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি বলেন, বিধায়কদের নিরাপত্তা ও বিধানসভার মর্যাদা রক্ষার দায়িত্ব অধ্যক্ষের। গত ১২ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে তৃণমূল বিধায়কদের হাতে প্রহৃত হন গৌরাঙ্গ চ্যাটার্জি। জখম সিপিআইএম বিধায়ককে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে উপযুক্ত ব্যবহার তিনি পাননি বলে অভিযোগ করেছিলেন আহত গৌরাঙ্গ চ্যাটার্জি। এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধেও তাই চিকিত্সায় গাফিলতির অভিযোগ দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
First Published: Monday, July 8, 2013, 16:33