Last Updated: April 4, 2012 23:22

আমরিকাণ্ডের তদন্তে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বুধবার আমরিকর্তা এস কে টোডির জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি অসীম কুমার রায় এবং অসীম রায়ের ডিভিশন বেঞ্চে। এস কে টোডি হাসপাতালের ম্যানেজিং কমিটির মেম্বার হওয়ায় তাঁর জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। কিন্তু ম্যানেজিং কমিটির মেম্বার হওয়া সত্বেও ৪ আমরি কর্তার জামিন পাওয়ার প্রসঙ্গ তোলেন বিচারপতি অসীম কুমার রায়।
মণী ছেত্রীর ক্ষেত্রে জামিনের বিরোধীতা করলেও তাঁকে হেফাজতে না চাওয়ায় পুলিসের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ২৩ ফেব্রুয়ারি প্রণব দাশগুপ্ত এবং সত্যব্রত উপাধ্যায় নিম্ন আদালতে জামিন পাওয়ার পর ফের উনত্রিশ তারিখ হাইকোর্টে জামিনের বিরোধীতা করেছে রাজ্য সরকার। এই আবেদনে দেরি হওয়া নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এরপরই বিচারপতি অসীম কুমার রায় মন্তব্য করেন, সরকার কোনও ক্ষেত্রে বেশি সক্রিয় হচ্ছে, আবার কোনও ক্ষেত্রে ধীরে চলছে।
First Published: Wednesday, April 4, 2012, 23:27