দ্বিতীয়বার বুকার পেলেন হিলারি ম্যান্টেল

দ্বিতীয়বার বুকার পেলেন হিলারি ম্যান্টেল

দ্বিতীয়বার বুকার পেলেন হিলারি ম্যান্টেলম্যান বুকার পেলেন ব্রিটিশ লেখিকা হিলারি ম্যান্টেল। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।

তিনিই প্রথম ব্রিটিশ মহিলা সাহিত্যিক যিনি দু`বার বুকার পেলেন। টিউডরদের রক্তাক্ত ইতিহাস নিয়ে তাঁর প্রথম উপন্যাস `উলফ হল`এর জন্য ২০০৯-এ তিনি প্রথমবার এই পুরস্কার পান। এই বইয়েরই পরের পর্ব `ব্রিং আপ বডিস`এর জন্য এবছরের পুরস্কার পেলেন তিনি।

পুরস্কার মূল্য হিসেবে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড পেলেন তিনি। ছ`জন সাহিত্যিকের ছ`টি উপন্যাসের মধ্যে ম্যান্ডেলের উপন্যাসকেই বেছে নেন জুরিরা। টাইমস লিটরারি সাপ্লিমেন্টস-এর পিটার শর্টহ্যান্ড, ডাউনটন অ্যাবের অভিনেতা ড্যান স্টিভেন্স ছিলেন অন্যতম জুরি।

First Published: Wednesday, October 17, 2012, 13:26


comments powered by Disqus