Last Updated: October 2, 2012 22:40

ভিসার ফি বৃদ্ধি, মার্কিন সিদ্ধান্তসহ একাধিক বিষয়ে মার্কিন বিদেশসচিবের সঙ্গে আলোচনা হয়েছে বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণার। নিউ ইর্য়কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার সম্মেলনের ফাঁকে হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকে বসেছিলেন এস এম কৃষ্ণা।
বৈঠক ইতিবাচক হয়েছে বলে বিদেশমন্ত্রী জানিয়েছেন। বৈঠকে ভিসার ফি বৃদ্ধি নিয়ে মার্কিন সিদ্ধান্তের ব্যাপারে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন কৃষ্ণা। সামনেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থাকায় এখনই এবিষয়ে মার্কিন প্রশাসনের তরফে কোনও আশ্বাস দেওয়া কঠিন বলেই মনে করেন বিদেশমন্ত্রী। উইসকনসিনে ধর্মস্থানে গুলিচালনায় ছজনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেন ক্লিনটন। বৈঠকে ভারত-পাক বাণিজ্য সম্পর্ক নিয়েও কথা হয়েছে। ৪৫ মিনিটের আলোচনায় অসামরিক পরমাণু সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্কসহ অন্যান্য দ্বিপাক্ষিক ও আঞ্চবিক বিষয়েও কথা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদুত নিরুপমা রাও।
First Published: Tuesday, October 2, 2012, 22:40