Last Updated: May 7, 2012 10:23

হিলারি ক্লিনটনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককে কটাক্ষ করল বামেরা। রাজ্যে পছন্দের সরকার বলেই মার্কিন বিদেশ সচিব এই সফরে এসেছেন বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিমান বসু।
বর্তমান সরকারের আমেরিকা প্রীতির কারণেই কলকাতা সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন। এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার খড়দহে সিপিআইএমের প্রকাশ্য সমাবেশে রাজ্য সরকারেরও কড়া সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
হিলারি ক্লিনটনের সফর নিয়ে কড়া মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়।
First Published: Monday, May 7, 2012, 10:23