Last Updated: December 20, 2012 12:32

বীরভদ্র সিংয়ের রাজ্য চষে প্রচার চালানো আশানুরূপ প্রভাব ফেলল ফলাফলেও। ২০১২ হিমাচল বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রথম কয়েক দফায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকলেও বেলা গড়াতেই বদলে গেল চিত্রটা। এখন কংগ্রেস জয়ের লক্ষ্যসীমায় প্রায় পৌঁছেই গিয়েছে।
সকাল ১১টা ৪০ মিনিটে পাওয়া ফলাফল অনুযায়ী বিজেপি জয়ী হয়েছে ২টি আসনে এবং ২৩টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বর্তমান শাসকদল। অন্যদিকে, কংগ্রেসের ঝুলিতে একটিমাত্র আসন এলেও তারা রাজ্যের ৩৯টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। একটি আসন রয়েছে অন্যান্যদের দখলে। বাকি দুটি আসনে এগিয়ে রয়েছে।
কংগ্রেসের জয় কার্যত নিশ্চিত হয়ে যাওয়ায় ইতিমধ্যেই শৈলশহরের কংগ্রেস কর্মীরা বিজয় উল্লাসে মেতেছেন। কংগ্রেস নেতা বীরভদ্র সিংয়ের বাড়ির সামনে সমর্থকদের লম্বা লাইন চোখে পড়ছে সকাল থকেই। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীন কংগ্রেসে নেতা আরও একবার ক্ষমতায় আসার পক্ষে নিশ্চিত ছিল। সংবাদমাধ্যমেও তিনি জানিয়েছেন, "আমরা সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী।" বীরভদ্র আরও জানিয়েছেন, হিমাচলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ঠিক করবেন। কংগ্রেস সভানেত্রীর মনোনয়নে যদি বীরভদ্র উঠে আসেন, সেক্ষেত্রে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রিত্বের আসনে বসবেন এই প্রবীণ নেতা।
First Published: Thursday, December 20, 2012, 12:32