শৈল শহরে ভোটের উন্মাদনা ঠাণ্ডাতেও কাবু হল না

শৈল শহরে ভোটের উন্মাদনা ঠাণ্ডাতেও কাবু হল না

শৈল শহরে ভোটের উন্মাদনা ঠাণ্ডাতেও কাবু হল নাআনুষ্ঠানিকভাবে শেষ হল হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। রাজ্যের ভোটে রবিবার ৭৪ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের মোট ৭২৫৩ টি বুথে সকাল থেকেই চোখে পড়ে লম্বা লাইন। প্রবল ঠাণ্ডাতেও ভোটারদের উত্‍সাহ খামতি ছিল না।
নির্বাচনকে কেন্দ্র করে কোনও গণ্ডগোলের খবর নেই। ৬৮ আসন বিশিষ্ট হিমাচল বিধানসভা নির্বাচনে লড়ছেন ৪৫৯ জন প্রার্থী।  মহিলা প্রার্থী রয়েছেন ২৭ জন। হিমাচল প্রদেশে মূল লড়াই বিরোধী কংগ্রেসের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির। সবকটি আসনেই প্রার্থী দিয়েছে এই দুটি দল।

বিএসপি লড়ছে মোট ৬৬ আসনে। সিপিআইএম ১৫ আসনে প্রার্থী দিয়েছে। গত বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৭১ শতাংশের বেশি। এবার কম ভোট পড়লে ভোটারদের রায় ক্ষমতাসীন বিজেপির দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০ ডিসেম্বর হিমাচলে ভোটগণনা। 







First Published: Sunday, November 4, 2012, 19:10


comments powered by Disqus