Last Updated: October 30, 2013 08:41

ডাউন হিমগিরি এক্সপ্রেসে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল প্যান্ট্রিকারের কর্মীদের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে ঝাঁঝা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। এসি থ্রি টিয়ার কামরার যাত্রীদের অভিযোগ, রাত ২টো ৩০ নাগাদ প্যান্ট্রিকারের কয়েকজন কর্মী তাঁদের ব্যাগ থেকে টাকা, মোবাইল ও এটিএম কার্ড লুঠ করেন।
টিটিইকে অভিযোগ জানাতে গেলে, তিনি প্যান্ট্রির কর্মীদের নিয়ে উল্টে যাত্রীদেরই মারধর করেন। এমনই অভিযোগ জানিয়েছেন ওই কামরার যাত্রীরা। পরে ট্রেন একটি স্টেশনে থামলে, যাত্রীরা রেলপুলিসে অভিযোগ জানান। প্রথমে প্যান্ট্রির দুজন কর্মীকে ধরাও হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের ছেড়ে দেয় পুলিস। কামরায় কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
First Published: Wednesday, October 30, 2013, 08:41