কাশ্মীরের সঙ্গে প্যালেস্তাইনের তুলনা পাক বিদেশমন্ত্রীর

কাশ্মীরের সঙ্গে প্যালেস্তাইনের তুলনা পাক বিদেশমন্ত্রীর

কাশ্মীরের সঙ্গে প্যালেস্তাইনের তুলনা পাক বিদেশমন্ত্রীরকাশ্মীর ইস্যুর সঙ্গে প্যালেস্তাইনের তুলনা টানলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। তাঁর মন্তব্য, কাশ্মীর সমস্যার স্থায়ী সঠিক সমাধান না মেলা পর্যন্ত দক্ষিণ এশিয়ায় অশান্তির পরিবেশ বজায় থাকবে। ছাপ্পান্নটি দেশকে নিয়ে গঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের বার্ষিক সভায় পাক বিদেশমন্ত্রী বলেন, রাষ্ট্রসঙ্ঘের খতিয়ানে প্যালেস্তাইন ও জম্মু-কাশ্মীর ইস্যুটি সবচেয়ে পুরোনো অমীমাংসিত বিতর্ক। নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীরের গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি। কাশ্মীর সমস্যা সমাধানে ভারত-পাক আলোচনায় উপত্যকার প্রকৃত প্রতিনিধিদের উপস্থিতির পক্ষে সওয়াল করেন হিনা রব্বানি। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্যালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতি লাভ জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।

First Published: Saturday, October 1, 2011, 23:27


comments powered by Disqus