Last Updated: May 24, 2014 16:28

বন্ধ হয়ে গেল হুগলির হিন্দুস্তান মোটরসের কারখানা। শনিবার সকালে কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই আর্থিক মন্দায় ভুগছিল কারখানাটি। গত মাস ধরে বেতন পাচ্ছিলেন না শ্রমিকরা। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জেরে অনিশ্চিত হয়ে পড়ল কারখানার তেইশো শ্রমিকের ভবিষ্যত। হুগলির শতাব্দী প্রাচীন হিন্দুস্তান মোটর্স কারখানা। দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা এই কারখানায় উতপাদন তলানিতে ঠেকেছিল। গত ছমাস ধরে বেতন পাচ্ছিলেন না কারখানার শ্রমিকরা। অবশেষে শনিবার সকালে কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। নোটিসের জেরে কর্মহীন হয়ে পড়লেন কারখানার তেইশশো শ্রমিক।
কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষকেই দায়ী করেছে বাম শ্রমিক সংগঠনগুলি। তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই একতরফাভাবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। শ্রমমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা বলবেন বলে জানিয়েছে আইএনটিটিইউসি।
নতুন সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে বন্ধ হয়ে গেল হুগলির বুকে তিনটি কারখানা। দুহাজার এগারোয় বন্ধ হয়ে যায় সাহাগঞ্জের ডানলপ কারখানা। চলতি বছরেই বন্ধ হয়ে যায় রিষড়ায় জয়শ্রী ইনসুলেটার কারখানা। এবার বন্ধ হয় হিন্দুস্তান মোটর্স।
First Published: Saturday, May 24, 2014, 16:28