Hindu migrants from Bangladesh must be accommodated: Narendra Modi

হিন্দু বাংলাদেশী আধিবাসীদের ভারতে থাকা খাওয়ার আশ্বাস নরেন্দ্র মোদীর

হিন্দু বাংলাদেশী আধিবাসীদের ভারতে থাকা খাওয়ার আশ্বাস নরেন্দ্র মোদীর বাংলাদেশী হিন্দু অধিবাসীদের এদেশে পাকা বাসস্থান দেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদীর। ক্ষমতায় এলে বাংলাদেশী উদবাস্তু ক্যাম্প সরিয়ে দেওয়ারও আশ্বাসও দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

অসমের রামনগরে মোদী একটি প্রকাশ্য জনসভায় বলেন, "আমরা ক্ষমতায় এলেই বাংলাদেশী হিন্দু অধিবাসীদের ক্যাম্পগুলি সরিয়ে তাঁদের জন্য পাকা ঠিকানার ব্যবস্থা করা হবে।"

মোদী আরও বলেন, "অন্য দেশে নির্যাতনের শিকার হওয়া হিন্দুদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে।" ভারতই তাঁদের ঠিকানা বলে মন্তব্য করেন মোদী। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, বর্তমান সরকার তাঁদের সমস্যা আরও বাড়িয়ে যাচ্ছে। শুধুমাত্র অসম বাংলাদেশীদের সবটা দেখবে, তেমনটা চাইছেন না মোদী। তিনি চান গোটা দেশ বাংলাদেশীদের থাকা খাওয়ার ভার নেবে।

পাকিস্তান থেকে আসা হিন্দু অধিবাসীদের বিভিন্ন রাজ্যে ব্যবস্থা করে দিয়েছিলেন অটল বিহারি বাজপায়ি। বাজপায়িয়ের মতো বাংলাদেশী অধিবাসীদের মন ছুঁতে চাইলেন মোদীও। তবে শুধু বাংলাদেশী হিন্দুদের কথা বলে বিজেপির হিন্দুত্ববাদী মানসিকতাকে আরও উস্কে দিলেন বলে মোদীর সমালোচনা করেছে রাজনৈতিক মহল।

First Published: Sunday, February 23, 2014, 14:25


comments powered by Disqus