Last Updated: September 6, 2012 14:07

প্যারালিম্পিকস ২০১২, ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছেন কর্নাটকের ২২বছরের এইচ এন গিরিশা। হাইজাম্পে এফ-৪২ বিভাগে রুপো জিতেছেন তিনি। অনন্যসাধারণ এই অ্যাথলিটের প্রথম এক্সক্লুসিভ সাক্ষাতকার আমাদের কাছে...( সৌজন্যে সিডব্লুএফ)। সাক্ষাৎকার নিলেন রায়া দেবনাথ
আপনার প্রথম অনুভূতি গিরীশা: অসাধারণ, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার স্বপ্ন সফল...৮০ হাজার মানুষ আমাকে পারফর্ম করতে দেখছিলেন। সঙ্গী ছিল তাদের সমর্থন...
কাকে কাকে ধন্যবাদ জানাতে চান আপনি?গিরীশা: প্রত্যেককে। কেন্দ্রীয় সরকার, কর্নাটক রাজ্য সরকার, আমার বাবা-মা, এবং অবশ্যই ভগবানকে,...ঈশ্বর সবসময় আমার সঙ্গে ছিলেন...
আপনি কি পিসিআই এর তরফ থেকে কোন সাহায্য পেয়েছেন?গিরীশা: পিসিআই- এর তরফ থেকে আমি সবরকম সাহায্য পেয়েছি। আমার সাফল্যে তারা অত্যন্ত খুশি।
এখন পর্যন্ত কোনও ভারতীয় মিডিয়া ( সংবাদপত্র/টেলিভিশন চ্যানেল) কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? গিরীশা: নাহ্। ( কিছুটা বিমর্ষ কণ্ঠে) পরিবার আর আত্মীয় স্বজনদের বাইরে তোমরাই প্রথম আমার সঙ্গে যোগাযোগ করলে। এখন সকাল সাড়ে ৮টা বাজে। আমি অসম্ভব ক্লান্ত। কিন্তু জেতার উত্তেজনা আর আনন্দে আমি সারারাত দু'চোখের পাতা এক করতে পারিনি।
পদক জয়ের পর কোনও কর্পোরেট হাউস কি স্পনসরশিপের জন্য এগিয়ে এসেছে?গিরীশা: না। এখনও পর্যন্ত কোন স্পনশরশিপ আমি পাইনি।
ভারতের উদ্দেশ্যে কোন বার্তা?গিরীশা: আমি তোমাদের সবাইকে ভালবাসি। ধন্যবাদ ফোন করার জন্য। আমি সত্যিই অভিভূত...।
First Published: Thursday, September 6, 2012, 21:45