বুদ্ধদেবের গালে লাল আবির মাখালেন মমতা, সিটি কেবলের অনুষ্ঠানে ভোটের আগে হোলির রঙে মাতলেন তাবড় রাজনীতি

বুদ্ধদেবের গালে লাল আবির মাখালেন মমতা, সিটি কেবলের অনুষ্ঠানে ভোটের আগে হোলির রঙে মাতলেন তাবড় রাজনীতিবিদরা

বুদ্ধদেবের গালে লাল আবির মাখালেন মমতা, সিটি কেবলের অনুষ্ঠানে ভোটের আগে হোলির রঙে মাতলেন তাবড় রাজনীতিবিদরাজয়ললিতাকে হারিয়ে শেষ রাউন্ডে কুর্সি ছিনিয়ে নিলেন লালুপ্রসাদ। বুদ্ধদেব ভট্টাচার্যের গালে লাল আবির মাখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই এক মঞ্চে হোলি খেললেন রাহুল, মনমোহন, আন্না, কেজরিওয়াল থেকে মোদী, মমতা। ভাবা যায়? ভোট আর বসন্ত উত্‍সবের আবহে এই বেনজির দৃশ্য দেখতে পেলেন শুধুমাত্র কলকাতাবাসী। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সিটি কেবল শোয়ের অনুষ্ঠানে। বাজারে বসন্তের রঙ। আর দেশজুড়ে এখন ছেয়ে গেছে ভোটের রঙ। এই আবহ থেকে মুখ ফেরানোর উপায় নেই এদেরও। হোক না মিউজিক্যাল চেয়ারের গেম শো। তামাম সংবাদমাধ্যম আর উত্‍সাহী জনতার নজর ছিল কুর্শি কার দখলে যায়।


মোদীর গালে আবির মাখালেন রাহুল। পা দুলিয়ে দুলিয়ে মজা নিলেন মনমোহন। সব শেষে ছিল তাবড় রাজনীতিকদের লুঙ্গি ডান্স।



First Published: Friday, March 14, 2014, 10:17


comments powered by Disqus