হোলি স্পেশ্যাল লস্যি

হোলি স্পেশ্যাল লস্যি

হোলি স্পেশ্যাল লস্যিউত্তর ভারতে হোলির দিন লস্যি আর ঠান্ডাই খাওয়ার চল জনপ্রিয়। এই লস্যিতেই লুকিয়ে হোলির আসল মজা, আসল স্বাদ আর আসল রং।

কী কী লাগবে

গরম দুধ-২ কাপ
চিনি-আধ কাপ
নারকেলের দুধ-১ টেবিল চামচ
আমন্ড কুচি-১ টেবিল চামচ
আদা গুঁড়ো-১/৮ চা চামচ
গরম মশলা-এক চিমটে
গ্রেনাডিন(এক ধরনের সিরাপ)-আধ চা চামচ
জল-১ কাপ
ভাঙ-আধ আউন্স

কীভাবে বানাবেন

একটি টি-পটে জল গরম করুন। দলের মধ্যে ভাঙ মেশান। ৮ থেকে ১০ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন। ভেজানো ভাঙ ২ টেবিল চামচ দুধের সঙ্গে বেটে নিন। অন্য একটি বাটিতে দুধ ছেঁকে রাখুন। এবারে ভাঙের মধ্যে আরও একটু দুধ ও আমন্ড কুচি মিশিয়ে আবার বাটুন। বাটা থেকে ভাঙ তুলে নিয়ে দুধ, নারকেলের দুধ, গ্রেনাডাইন ও গরম জল একসঙ্গে মেশান। মিশ্রণে চিনি, আদা গুঁড়ো ও গরম মশলা দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।

First Published: Thursday, March 21, 2013, 17:12


comments powered by Disqus