Last Updated: March 17, 2014 19:29
হোলি মানে রঙের সঙ্গে ভাঙ্গ, দুষ্টুমি আর গান। এবারে হোলিতে কোন কোন গান মাতাল পার্টি? রইল ২৪ ঘণ্টার হোলি স্পেশাল প্লে লিস্ট-
১. বলম পিচকারি- হোলি তালিকায় নতুন সংযোজন হলেও এবছর সব হোলি পার্টির তালিকায় সবথেকে শীর্ষ ছিল নতুন প্রজন্মের এই গানই
২. রং বরসে ভিগে চুনরওয়ালি- নতুন গানে শ্রোতারা যতই মজুক না কেন এই গানের আমেজে আজও দর্শক মাতোয়ারা। আসলে জীবনের রং যখন রুপোলি পর্দায় ধরা পড়ে সেই আবেশ বোধহয় থেকে যায় চিরকাল...
৩. লহু মুহ্ লগ গয়া-হোলি তালিকায় আরও এক নতুন সংযোজন
৪. হোলি কে দিন দিল মিল যাতে হ্যায়-শোলে ছবির সেই চিরন্তন গান। বহু প্রজন্ম পেরিয়েও এই গান আজও তালিকায় প্রথম দিকেই থাকে। আসলে এখানেও জীবনের রং মিশেছিল রুপোলি পর্দায়
৫. হোরি খেলে রঘুবীরা- রং বরসের স্মৃতি যেন উসকে দিয়েছিল এই গানের সেই গম্ভীর কন্ঠস্বর। বয়স বাড়লেও হোলির রং যে চিরকালীন এই গান সত্যিই তা প্রমাণ করে। আমাদের তালিকায় রইল পাঁচ নম্বরে।
৬. হোলি আয়ে রে- প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও হোলি আসবে, আর এই গান বাজবে না তা যেন হতেই পারে না। অনেক পার্টিতেই এখনও হোলি উদযাপন শুরু হয় এই গান দিয়ে।
৭. লেটস প্লে হোলি-হোলি পার্টির অন্যতম হিট গান।
৮. খেলেঙ্গে হাম হোলি-হোলি উদযাপনে যদি পরতে পরতে প্রেম চান তাহলে তালিকায় রাখতেই হবে কাটি পতঙ্গের এই গান।
৯. সোনি সোনি আঁখিও ওয়ালি-হোলি উদযাপন হবে আর তালিকায় থাকবে বাদশা তা কি হতে পারে? দুষ্টু হোলি খেলতে চাইলে এই গানতো তালিকায় রাখতেই হবে।
১০. আ জারে হট নটখট- নভরঙ্গ ছবির সেই গান। যে গানে থাকে কৃষ্ণপ্রেম, বহুযুগ পেরিয়েও সেই গান রং ধরায় মনে।
First Published: Monday, March 17, 2014, 19:35