Last Updated: July 31, 2013 23:00

রঞ্ঝনা আর ভাগ মিলখ ভাগ। দুটো ছবিই হিট। বছরটা ভালই কাটছিল সোনম কপূরের। তবে এর থেকেও দারুণ কিছু অপেক্ষা করছিল তাঁর জন্য। রীতিমত অডিশন দিয়ে হলিউড ছবিতে আত্মপ্রকাশ পাকা করে ফেলেছেন সোনম। পাইরেটস অফ ক্যারিবিয়ন সিরিজের পঞ্চম ছবিতে অভিনয় করতে চলেছেন সোনম। তাঁর সঙ্গে ছবিতে থাকছেন জনি ডেপ।
এর আগে হলিউড ছবি মিশন ইমপসিবল ও স্লামডগ মিলেনিয়রে অভিনয় করেছিলেন অনিল কপূর। শোনা যাচ্ছে এই ছবির জন্যও নাকি সোনমের নাম তিনিই সুপারিশ করেছিলেন। গত সপ্তাহে অন্ধেরির একটি স্টুডিওতে হয় অডিশন।
First Published: Wednesday, July 31, 2013, 23:00