Last Updated: April 26, 2014 13:02
আলো এবং জলের ব্যবস্থা না থাকায় অসুস্থ হয়ে পড়লেন হোমগার্ডের দুই কর্মী। এঘটনা ঘটেছে বর্ধমানের কালনার গজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে। বর্ধমান পূর্ব কেন্দ্রে ভোট গ্রহণ ৩০ এপ্রিল। ভোটে নিরাপত্তার জন্য শুক্রবারই ৭০ জন হোমগার্ডকে পাঠানো হয় ওই স্কুলে। তাঁদের অভিযোগ, ওই স্কুলে আলো এবং পানীয় জলের কোনও ব্যবস্থা ছিল না। রাত পর্যন্ত তাঁরা অপেক্ষা করেন স্কুলের বাইরে।
কালনা থানার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ হোমগার্ডদের। খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা হাজির হন ওই স্কুলে। সাংবাদমাধ্যমের প্রতিনিধিরা পৌছেছেন স্কুলে, এখবর পাওয়ার পরেই তত্পর হয় স্থানীয় প্রশাসন। বেশি রাতে ওই স্কুল বাড়িতে আলো ও জলের ব্যবস্থা করা হয়।
First Published: Saturday, April 26, 2014, 13:02