Last Updated: January 22, 2012 16:57

ঝাড়খণ্ডে মাও হামলার ঘটনায় ঝাড়খণ্ডের ডিজি ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কৈফেয়ত তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মহারাষ্ট্র্রে মাও হামলার আগাম সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি ঝাড়খণ্ড প্রশাসন। শনিবার বেলা ১১টা নাগাদ উত্তরপ্রদেশ ও ছত্তিশগড় সীমানা লাগোয়া গারওয়া জেলার বারিগানওয়া জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণে পুলিসের একটি গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। ঘটনায় নিহত হন ১৩ জন পুলিস কর্মী। ভান্ডারিয়া থানার অন্তর্গত এই মাও উপদ্রুত এলাকায় এদিন রুটিন তল্লাশিতে গিয়েছিলেন ওই পুলিসকর্মীরা। রাজ্য পুলিসের ডিজি জি এস রথ জানান, জঙ্গল লাগোয়া সালহো এলাকায় ল্যান্ডমাইন বসিয়ে ওত পেতে ছিল জনা পঞ্চাশেক মাওবাদী। বিস্ফোরণের অভিঘাতে পুলিসের গাড়িটি ছিটকে পড়ার পর গুলিবৃষ্টি শুরু করে তারা।
First Published: Sunday, January 22, 2012, 16:57