রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তা বাড়াতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তা বাড়াতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তা বাড়াতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকমাওবাদী হামলার আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের অন্য ভিভিআইপি নিরাপত্তা বাড়াতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

ছত্তিসগড়ের বস্তারের পর এ রাজ্যেও পঞ্চায়েত নির্বাচনের আগে মাওবাদী হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র। সর্তকতামূলক ব্যবস্থার কথা জানিয়ে গতকালই মহাকরণে রাজ্যের স্বরাষ্ট্র দফতরে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তৃণমূল নেতা মুকুল রায়, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। কেন্দ্রের চিঠি পাওয়ার পর এঁদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে মহাকরণ সূত্রে খবর।

First Published: Tuesday, May 28, 2013, 19:15


comments powered by Disqus