আনন্দপুরের বস্তিতে ঠাঁই মিলল আশ্রয়হীনদের

আনন্দপুরের বস্তিতে ঠাঁই মিলল আশ্রয়হীনদের

Tag:  Fire Kolkata Fire
আনন্দপুরের বস্তিতে ঠাঁই মিলল আশ্রয়হীনদেরকালিকাপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাতের দিকে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার মধ্যেই অভিযোগ, দুর্গতদের সঙ্গে কথা বলেননি তিনি। তবে পুনর্বাসনের আশ্বাস মিলেছে তাঁর কাছ থেকে।

পুরসভার প্রতিশ্রুতি মতো তাঁদের জন্য আনন্দপুরের একটি বাজারে আশ্রয়ের বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু যত মানুষ ঘর হারিয়েছেন, তাঁরা সবাই ওই বাজারে ঠাঁই পাবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ওই বাজার এলাকাতেই কম্বল ও ত্রিপল বিলির বন্দোবস্ত করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। চলছে রান্নাবান্নার কাজও।





First Published: Monday, January 23, 2012, 00:02


comments powered by Disqus