honor killing west bengal

ভালবাসার চরম খেসারত: সম্মান রক্ষায় দিদিতে খুন করল ভাই

ভালবাসার চরম খেসারত: সম্মান রক্ষায় দিদিতে খুন করল ভাই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে দিদি। কিছুতেই তা মানতে পারেনি ভাই। সেই আক্রোশ থেকে, শেষ পর্যন্ত দিদিকে খুনই করে ফেলল সে। পরিবারের সম্মান রক্ষায় খুনের ঘটনা এবার পুরুলিয়ায়।

ভালবাসার চরম খেসারত দিতে হল জীবন দিয়ে। জীবন খোয়াতে হল নিজের ভাইয়ের হাতে। মঙ্গলবার গ্রামবাসীরা দেখলেন রিনা মাহাতর নিথর দেহ। পুরুলিয়ার পাড়া থানার তেঁতুলহিতি গ্রাম। এই গ্রামেই পরিবারের সঙ্গে থাকতেন রিনা মাহাত। স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর প্রণয় ঘটিত সম্পর্ক তৈরি হয়েছিল। দিদির এই সম্পর্ক মানতে পারেনি ভাই বিশ্বজিত মাহাত। অনেক দিন ধরেই তা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল সে। কিন্তু সোমবার ধৈর্য হারায় বিশ্বজিত। দুপুরে দিদিকে ফোনে কথা বলতে দেখে তার মাথায় রক্ত চড়ে যায়। বাড়ি তখন ফাঁকা। বড়রা সবাই কাজে বেরিয়ে গিয়েছেন। সেই সুযোগ নিয়ে গলায় গামছার ফাঁস লাগিয়ে দিদিকে খুন করে বিশ্বজিত্।

মঙ্গলবার দুপুরে পুলিস রিনা মাহাতর দেহ উদ্ধার করে। ঘটনা জানতে পেরে স্তম্ভিত তরুণীর বাবা। অভিযুক্ত বিশ্বজিত মাহাতকে গ্রেফতার করেছে পুলিস। জেরায় খুনের কথা স্বীকার করেছে বিশ্বজিত।

First Published: Wednesday, December 25, 2013, 12:20


comments powered by Disqus