Last Updated: December 18, 2011 16:53

সংগ্রামপুর বিষমদ কাণ্ডে পুলিসে ব্যাপক রদবদল করা হল। এই কাণ্ডের আজই সরিয়ে দেওয়া হয়েছে উস্তি থানার ওসি দেবব্রত সেনকে। আপাতত মগরাহাটের সার্কেল ইনস্পেক্টর সোমদেব বন্দ্যোপাধ্যায়কে ওই থানার দায়িত্ব নিতে বলা হয়েছে। সংগ্রামপুরের পুলিস ফাঁড়িতে সেদিনের কর্তব্যরত সমস্ত পুলিসকর্মীকেও সরিয়ে দেওয়ার নির্দেশ পাঠিয়েছে প্রশাসন। এছাড়াও মগরাহাট, মন্দিরবাজার ও উস্তি থানার মোট তিনজন কনস্টেবলকে আলিপুর পুলিস লাইনে ক্লোজ করা হয়েছে।
First Published: Sunday, December 18, 2011, 16:53