Last Updated: April 15, 2014 20:46
প্রকাশ্য দিবালোকে হুগলির চুঁচুড়ায় দুষ্কৃতীদের তাণ্ডব চলল। দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। চুঁচুড়া মিলন সিনেমা হলের উল্টো দিকে একটি মার্কেট কমপ্লেক্সের মধ্যে সঞ্জীব বিশ্বাস নামে এলাকার এক পরিচিত সমাজবিরোধীর উপর চড়াও হয় অন্য এক দুষ্কৃতী।
ওই দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত হয় সঞ্জীব। এরপরেই সঞ্জীবের সাঙ্গপাঙ্গরা হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়তে শুরু করে। সেই সময়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হামলাকারীর। আহত সঞ্জীব বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই দুষ্কৃতী এলাকায় গত কয়েকদিন ধরে রং মিস্ত্রির কাজ করছিল।
First Published: Tuesday, April 15, 2014, 20:46