চলন্ত ট্রেনে গলা কেটে খুন ব্যবসায়ী

চলন্ত ট্রেনে গলা কেটে খুন ব্যবসায়ী

চলন্ত ট্রেনে গলা কেটে খুন ব্যবসায়ী দিনেদুপুরে চলন্ত ট্রেনে চড়ে এক যাত্রীকে গলা কেটে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল  মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুর তিনটে নাগাদ বাজারসৌ স্টেশন থেকে চলন্ত আজিমগঞ্জ-কাটোয়া লোকালে চড়ে জনাদুয়েক দুষ্কৃতী। পেশায় ছানা বিক্রেতা খোকন দাসকে লক্ষ্য করে হামলা চালায় তারা। সহযাত্রীদের সামনেই গলা কেটে খুন করা হয় বছর  ছাব্বিশের এই যুবককে। সহযাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই চলন্ত ট্রেন থেকে নেমে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেজিনগর থানার পুলিস। পুরোনো শত্রুতার জেরেই এই খুন  বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের।

First Published: Monday, August 27, 2012, 21:56


comments powered by Disqus