অর্থ পুরস্কারের আশায় দাউদকে ধরতে তিন ছাত্রর অভিযান, ফিরতে হল খালি হাতে

অর্থ পুরস্কারের আশায় দাউদকে ধরতে তিন ছাত্রর অভিযান, ফিরতে হল খালি হাতে

অর্থ পুরস্কারের আশায় দাউদকে ধরতে তিন ছাত্রর অভিযান, ফিরতে হল খালি হাতেওরা তিনজন ঠিক করেছিল এমন কিছু একটা করবে যাতে অর্থ, পুরস্কার, খ্যাতি সব একসঙ্গে পাওয়া যায়। ক্লাস নাইনের তিন চাত্র তারপর ঠিক করল দেশের `মোস্ট ওয়ানটেড পার্সন` দাউদ ইব্রাহিমকে ধরে আনবে ভারতে। যেটা দেশের বড় বড় পুলিস অফিসাররা পাচ্ছেন না। গোয়েন্দা কর্তারা পারছেন না। সেটাই মানে দাউদকে গ্রেফতার করে ভারতে এনে বাস্তবে করে দেখাবে। তাতে পুরস্কারও মিলবে, খ্যাতিও পাওয়া যাবে।

`মিশন দাউদ`-এ নেমে পাটনার সেন্ট মাইকেল হাইস্কুলের তিন ছাত্র বিহার থেকে ট্রেনে করে আসে কলকাতায়। ট্রেনে আসতে আসতেই ঠিক হল কীভাবে দাউদকে ধরা যাবে।
প্লেন করে উড়ে দুবাইয়ে গিয়ে ডনকে ধরা হবে এটাই ছিল ওই তিন ছাত্র প্রাথমিক পরিকল্পনা। কিন্তু না! বাস্তব আর অর্থ বাধ সাধল। কলকাতায় তিন দিন থেকেই টাকা ফুরিয়ে গেল। ঘরের ছেলেরা ঘরে ফিরল, দাউদ বহাল তবিয়তে রয়ে গেলেন।

তিন ছাত্র পুলিসের বকানি তো খেলোই, সঙ্গে বাবা-মায়ের কানমোলা।

First Published: Monday, February 3, 2014, 18:19


comments powered by Disqus