হাসপাতাল আবারও অমানবিক, Hospital inhuman

হাসপাতাল আবারও অমানবিক

হাসপাতাল আবারও অমানবিকফের চূড়ান্ত অবহেলার অভিযোগ উঠল রামপুরহাট হাসপাতালের বিরুদ্ধে। মাত্র দুসপ্তাহের ব্যবধানে কার্যত একই ছবি। হাসপাতালের সামনে চিকিত্সার জন্য পড়ে রইলেন রোগী। কিন্তু, পরিবারের কেউ না থাকার অজুহাতে তাঁকে ভর্তি করল না রামপুরহাট হাসপাতাল। তিনদিন ধরে হাসপাতালের গেটে পড়ে থেকে বিনা চিকিত্সা মৃত্যু হল ওই ব্যক্তির। তিনদিন আগে বীরভূমের রামপুরহাট হাসপাতালে  ভর্তি হতে এসেছিলেন। কিন্তু, সঙ্গে কেউ ছিলেন না। আর সেই কারণেই অসুস্থ মানুষটিকে ভর্তি করেনি হাসপাতাল। অসুস্থ থাকায় ওই ব্যক্তি ফিরেও যেতে পারেননি বাড়িতে। পড়ে ছিলেন হাসপাতালের গেটের বাইরে। টানা তিনদিন। বিনা চিকিত্সায়। খোলা আকাশের নীচে, রাতের ঠাণ্ডায়। হাসপাতালে ঢুকতে বেরোতে সকলেই তাঁকে  দেখেছেন। দেখেছেন চিকিত্সকরাও। কিন্তু, এগিয়ে আসেননি কেউই। রবিবার সকাল এগারোটা নাগাদ মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির।
 

First Published: Sunday, November 6, 2011, 22:44


comments powered by Disqus