Last Updated: July 3, 2013 13:11

শহরে বিপজ্জনক বাড়ির সংখ্যা ক্রমশই বাড়ছে। বাড়ি ভেঙে দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে কয়েকজনের। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। উত্তর কলকাতার মহর্ষি দেবেন্দ্র রোডে সাতসকালে বাডির বারান্দা ভেঙে মৃত্যু হল এক পথচারীর। ঘটনায় কলকাতা পুরসভার ঘাড়েই দোষ চাপিয়েছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সমস্যার কথা পুরসভার নজরে এনেও কোনও লাভ হয়নি। পুরসভা অবশ্য কাউন্সিলর মিথ্যে দোষ চাপানোর চেষ্টা করছেন বলেই দায় সেরেছে। বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু করেছে পুরসভা।
First Published: Wednesday, July 3, 2013, 14:43