Last Updated: November 5, 2011 12:10

নয় মাসের এক অন্তঃসত্ত্বা শ্বাসরোধ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানার দু নম্বর সুলতানপুরে। মৃতের নাম আজমিরা বেগম। আজমিরার স্বামী শেখ মইদুলকে বেঁধে রেখে তার চোখের সামনে এই ঘটনা ঘটানো হয় বলে জানা গেছে। শেখ মইদুল বেকার। অভিযোগ, টাকা চেয়ে দীর্ঘদিন ধরেই তিনি আজমিরার ওপর অত্যাচার চালাতেন। সে কথা বাপের বাড়িতে জানিয়েছিলেন আজমিরা। অভিযোগ, দিনকয়েক আগে এনিয়ে তাঁর বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়িতে এসে শাসিয়ে যান। এরপরই গতরাতে আজমিরাকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা জানতে পেরে আজ সকালে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। শ্বশুরবাড়ির লোকজনকে মারধর করে স্থানীয় ক্লাবে আটকে রাখেন তারা। পরে জগাছা থানার পুলিস এসে তাদের উদ্ধার করে। আজমিরার স্বামী, শাশুড়ি এবং তিন দেওরকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Saturday, November 5, 2011, 12:25