Last Updated: May 22, 2014 12:26

দিল্লির বুকে ৭, রেসকোর্সের বাসিন্দা হতে চলেছেন প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানা রাইসিনা হিলসের সামনে সাউথ ব্লকে।
প্রতি মাসে ভারতের প্রধাননমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী পাবেন ১.৬ লক্ষ টাকা। বেসিক স্যালারি হবে মাসিক ৫০ হাজার টাকা। দৈনিক ভাতা হিসাবে মাসিক ৬২ হাজার টাকা, সাংসদ হিসাবে মাসিক ৪৫ হাজার টাকা। এ ছাড়াও পাশাপাশি বিবিধ ভাতা ( sumptuary allowance) হিসাবে তিনি পাবেন ৩ হাজার টাকা।
একজন সাধারণ সাংসদের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে প্রধানমন্ত্রীর জন্য থাকছে ব্যক্তিগত কর্মী, বিশেষ বিমান, সরকারি বাংলো, এছাড়াও আরও নানা সুবিধা। ২০১২ আরটিআই আইনে এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানা যায়।
( Prime Minister`s salary were revealed as an answer to an RTI query filed in 2012.)

নরেন্দ্র মোদীর অ্যাপয়েনমেন্ট লেটার
Narendra Modi`s appointment letter
First Published: Thursday, May 22, 2014, 12:30