Howrah arms recovery

লোকসভা ভোটের আগে হাওড়ায় অস্ত্র কারখানার হদিশ

ফের অস্ত্র কারখানার হদিশ হাওড়ায়। এবার দাসনগরের সানপুর জেলেপাড়ায়। বিহার পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে আজ যৌথ অভিযান চালায় হাওড়া সিটি পুলিস। আর তাতেই সামনে চলে এসেছে বেআইনি অস্ত্র কারখানা।

উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। ৫০০টি বেআইনি পিস্তল সহ বিহারের মুঙ্গেরে ধরা পড়ে সরফরোজ আলম নামে এক ব্যক্তি। তাকে জেরা করেই এই কারখানার হদিশ পায় বিহার পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। সরফরোজকে সঙ্গে নিয়েই সানপুর জেলেপাড়ায় পৌছে যায় বিহার পুলিসের এসএফটি। তবে, যে কারখানায় এই সব সরঞ্জাম তৈরি হচ্ছিল, সেখান থেকে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

First Published: Sunday, March 2, 2014, 17:16


comments powered by Disqus