Last Updated: May 28, 2013 16:36

পঞ্চায়েত নির্বাচনের আগে হাওড়ার বাঁকড়ায় চারটি বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল পুলিস। দিল্লি পুলিসের বিশেষ একটি টিমের সঙ্গে আজ যৌথভাবে অভিযান চালায় ডোমজুড় থানার পুলিস। খাঁপাড়া গ্রামে চারটি অস্ত্র কারখানা খোঁজ পায় পুলিস। উদ্ধার হয়েছে প্রায় ২৫০ আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম ও বেশ কিছু কার্তুজ।
মুঙ্গেরের লোকজন এই কারখানাগুলিতে কাজ করত বলে পুলিস সূত্রে খবর। স্থানীয় দুই তৃণমূল কংগ্রেস কর্মী জড়িত অস্ত্র কারখানার সঙ্গে, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র কারখানাগুলির হদিশ মেলায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনে অস্ত্র সরবরাহ করতেই এই অস্ত্র কারখানাগুলিতে আগ্নেয়াস্ত্র তৈরি হত বলে মনে করা হচ্ছে।
First Published: Tuesday, May 28, 2013, 16:36