Last Updated: April 13, 2014 21:52
মাদকসমেত চার দুষ্কৃতীকে গ্রেফতার করল হাওড়া থানার পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো ষাট গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া হেরোইনের বাজারদর প্রায় কুড়ি লক্ষ টাকা। দীর্ঘদিন ধরেই টিকিয়াপাড়া বাইপাসের ধারে কাঠপুল এলাকায় হেরোইন বিক্রি হত বলে খবর ছিল পুলিসের কাছে।
সেখানেই হানা দিয়ে গ্রেফতার করা হয় চার দুষ্কৃতীকে। ধৃতদের নাম অজয় সাউ, বিজয় সাউ, মালা সাউ এবং গোপাল উপাধ্যায়। ধৃত গোপাল কাটোয়া থেকে হেরোইন নিয়ে আসত বলে জানতে পেরেছে পুলিস। এরপর টিকিয়াপাড়া রেললাইন সংলগ্ন বিভিন্ন ঝুপড়িতে তৈরি হত মাদকের পুরিয়া। পরে বিভিন্ন এলাকায় তা বিক্রি করত অজয়, বিজয় ও মালা। মাদক রাখার দায়ে ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে পুলিস।
First Published: Sunday, April 13, 2014, 21:52