Last Updated: December 30, 2013 21:45

দীর্ঘ সময় অন্ধকারে ডুবে থাকল হাওড়া ব্রিজ। মেইন সুইচ বিকল হওয়ায় আজ বিকেল থেকে এই গুরুত্বপূর্ণ ব্রিজের কোনও আলো জ্বলেনি। ফলে অথৈ জলে পড়ে যাত্রী নিরাপত্তা। বিকেল থেকেই মেরামতির কাজ শুরু করে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। কিন্তু সুইচ সারাই করতে গড়িয়ে যায় প্রায় সাড়ে তিন ঘণ্টা। রাত পৌনে আটটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্ধকারে ডুবল হাওড়া ব্রিজ। আজ বিকেল থেকে এই গুরুত্বপূর্ণ ব্রিজের কোনও আলো জ্বলছে না। ফলে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে যাত্রী নিরাপত্তায়। জানা গিয়েছে, ব্রিজের মেইন সুইচ খারাপ হয়ে যাওয়ায় গোটা ব্রিজ ডুবেছে অন্ধকারে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতির কাজ চলছে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেবিষয়ে কিছু জানাতে পারেনি পোর্ট ট্রাস্ট।
First Published: Monday, December 30, 2013, 21:48