Last Updated: October 14, 2012 17:56

প্রকাশ্যে টাকা চাওয়ার অভিযোগ উঠল হাওড়ার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ৪৪ নম্বর ওয়ার্ডের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের নাম বীথিকা পাঁজা। একটি ইলেক্ট্রনিকস শোরুমের মালিকের কাছে তিনি পাঁচ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই কাউন্সিলরের বিরুদ্ধে শিবপুর থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে । বিস্তারিত ঘটনা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন শোরুমের মালিক।
ঘটনার সূত্রপাত ড্রেনেজ ক্যানাল রোডের একটি নির্মীয়মান ইলেক্ট্রনিকসের শোরুমকে ঘিরে। শোরুমের সামনেই তৈরি হচ্ছে পার্কিং প্লাজা। ওই নির্মান বেআইনি বলে আপত্তি তোলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বীথিকা পাঁজা। যদিও পুরসভার অনুমতি নিয়েই ওই নির্মাণ হচ্ছে বলে তাঁকে জানান শোরুমের মালিক। উপযুক্ত নথিপত্রও দেখান কাউন্সিলরকে।
বৈধ কাগজপত্র দেখেও অবশ্য পিছু হটেননি বীথিকা দেবী। দিন কয়েক আগে দলবল নিয়ে তিনি ওই শোরুমের সামনে বিক্ষোভ দেখাতে বসে যান। সেখানেই প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা দাবি করে বসেন তিনি।
পরে অবশ্য বীথিকা পাঁজা টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। এমনকী শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধরেরও পাল্টা অভিযোগ তোলেন তিনি। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন শোরুমের মালিক। অভিযোগ দায়ের হয়েছে শিবপুর থানায়। সোমবার ওই শোরুমের উদ্বোধনে যাওয়ার কথা মন্ত্রী অরূপ রায়ের। তাঁর আগে দলেরই এক কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।
First Published: Sunday, October 14, 2012, 20:15