Last Updated: March 2, 2014 13:22
বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজুরের ভান্ডারদহ পালপাড়ায়। শনিবার রাত সাড়ে নটা নাগাদ হঠাত্ই প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দেখা যায় বিস্ফোরণে উড়ে গিয়েছে স্থানীয় একটি বাড়ির চাল। ভেঙে পড়েছে পাঁচিল।
গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন পাঁচ জন। আহতদের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় ওই বাড়ির একটি ঘরে মজুত ছিল প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান পুলিসের। যদিও আহতদের পরিবারের দাবি, বোমা নয় বাজি তৈরি করা হচ্ছিল। সেখান থেকেই ঘটে বিস্ফোরণ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস।
First Published: Sunday, March 2, 2014, 13:22