Last Updated: March 4, 2014 19:14

সুদ জরিমানা ছাড়াই এবার পুরকর দিতে পারবেন হাওড়াবাসীরা। তবে থাকছে শর্ত। নবান্নে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ৬ মাসের মধ্যে যাঁরা বকেয়া পুরকর শোধ করবেন তাঁরা এই সুবিধা পাবেন।
আজ থেকেই সুদ জরিমানা বাদ দিয়ে বকেয়া পুরকর আদায়ের এই ব্যবস্থা চালু হল। হাওড়ায় পুর কর বাকি রয়েছে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা।
First Published: Tuesday, March 4, 2014, 19:14