Howrah rajdhani express

হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসে আগুন

হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসে আগুনহাওড়া স্টেশনে দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্রেসে আগুন। আজই বেলা ৪টে ৫০ মিনিটে ছাড়ার কথা ছিল ওই ট্রেনের। হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেনটি। যাত্রীরা উঠেও পড়েছিলেন ট্রেনের কামরায়।

হঠাত্‍ই ইঞ্জিনের ঠিক পিছনের কামরায় আগুন দেখতে পান যাত্রীরা। গোটা কামরা ধোঁয়ায় ভরে যায়। তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এঘটনার জেরে প্ল্যাটফর্ম জুড়ে শুরু হয়ে যায় ছোটাছুটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় দমকলের তিনটি ইঞ্জিন। দ্রুত আগুন আয়ত্ত্বে আনেন দমকলকর্মীরা। রাজধানী এক্সপ্রেসের মত ট্রেনের কামরায় কিভাবে আগুন লাগল, তা নিয়ে প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

First Published: Tuesday, February 11, 2014, 18:44


comments powered by Disqus