ব্যাঁটরার কাঙ্কালের পাশে মিলল জলের বোতল, এমপি থ্রি প্লেয়ার

ব্যাঁটরার কাঙ্কালের পাশে মিলল জলের বোতল, এমপি থ্রি প্লেয়ার

Tag:  howrah skeleton
হাওড়া ব্যাঁটরায় বন্ধ ঘরে কঙ্কাল উদ্ধার কাণ্ডে নতুন মোড়। কঙ্কালের পাশে পড়ে থাকা জলের বোতল ও এমপি থ্রি প্লেয়ার নিয়ে নতুন করে উঠে এসেছে বেশ কিছু প্রশ্ন। গতকাল ওই বাড়ির মালিকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল দশ বছর বন্ধ রয়েছে ওই ঘর। পড়শিরাও জানিয়েছিলেন একই কথা।

কিন্তু কঙ্কালের পাশে পড়ে থাকা জলের বোতল বেশি দিনের পুরনো নয় বলেই অনুমান পুলিসের। পুলিস সূত্রে খবর, এমপি থ্রি প্লেয়ারটি অন্তত ১০ বছরের পুরনো নয়। বাড়ির মালিক তড়িত্‍ চট্টোপাধ্যায়ের মেয়ে কেন ১০ বছর পর, কাল ওই বাড়িতে এসেছিলেন, তা-ও ভাবাচ্ছে পুলিসকে।

১৩ ডিসেম্বর হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার নটবর পাল রোডে একটি বাড়ি থেকে উদ্ধার হয় নর কঙ্কাল। খবর জানাজানি হতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। বাড়ির মালিক তড়িত্‍ চট্টোপাধ্যায় প্রায় ১০ বছর ধরে নিখোঁজ। বাড়িতেও দীর্ঘদিন ধরে কেউ থাকত না।

First Published: Saturday, December 14, 2013, 20:58


comments powered by Disqus