Howrah

হাওড়ায় চলন্ত বাসে শ্লীলতাহানি

Tag:   Howrah Bus Belgachia
হাওড়ায় চলন্ত বাসে শ্লীলতাহানিচলন্ত বাসে শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল। হাওড়ার বেলগাছিয়ার ঘটনা। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

অভিযোগ গতকাল রাতে বেলগাছিয়ায় একটি বেসরকারি বাসে ওই শিক্ষিকার শ্লী লতাহানি করে বাসেরই কন্ডাক্টর প্রদীপ মণ্ডপ। সঙ্গে ছিল অন্য একটি বাসের চালক বাপি দাস নামে এক যুবক। দুজনেই গ্রেফতার হয়েছে। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়।

First Published: Friday, February 28, 2014, 20:56


comments powered by Disqus