Last Updated: April 20, 2014 09:50

পাড়ুই মামলা নিয়ে আগামিকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন নিহত সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ। গতকাল রাতে দিল্লি থেকে তাঁর সঙ্গে কলকাতায় ফেরেন তাঁর আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। মামলার দায়েরের প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন হৃদয় ঘোষ।
তিনি জানান, মামলা নিয়ে তাঁদের সঙ্গে কথা হয়েছে বিজেপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রবিশঙ্কর প্রসাদের। সম্ভবত রবিশঙ্কর প্রসাদই হৃদয় ঘোষের দ্রুত বিচারের আর্জি নিয়ে মামলা লড়বেন শীর্ষ আদালতে। কাল মামলা পেশ করার পর মঙ্গলবারই শুনানি শুরু হতে পারে ইঙ্গিত দিয়েছেন হৃদয় ঘোষ।
হৃদয় ঘোষের দাবি, রাজ্য সরকার মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে৷ তাঁরা চান, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই মামলা ফিরিয়ে দেওয়া হোক৷ হৃদয় ঘোষের সঙ্গে দিল্লিতে গিয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়।
First Published: Sunday, April 20, 2014, 09:50