Last Updated: January 8, 2014 22:32

কিছুদিন ধরেই মনমরা ছিলেন হৃতিক রোশন। জল্পনা চলছিল বক্সঅফিসে কৃষ থ্রি সেভাবে কূল না পাওয়ায় কিছুদিন ধরেই মেজাজটা ঠিক নেই হৃতিকের। অবশেষে চিঠি লিখে গুজব নিয়ে নিজের রাগ প্রকাশ করলেন হৃতিক।
"ইন্ডাস্ট্রির কিছু লোক ও মিডিয়ার একাংশ আমাকে, আমার নিচু দেখানোর জন্য উঠেপড়ে লেগেছে। এতদিন আমি চুপ ছিলাম। কিন্তু এইগুলো থামবার নয়। কৃষ থ্রি ভারতে ২৪৪ কোটি ও বিশ্বে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। আমি জানি না কারা এই হিসেব আর আমার সাফল্যে এত বেশি প্রভাবিত হচ্ছে। এরা কি আমার বন্ধু? আমি ভেবে পাচ্ছি না। আমি তাদের শুধু এইটুকুই বলব যে অন্যের সাফল্য দেখে নিরাপত্তার অভাবে না ভুগে নিজেদের কাজটা মন দিয়ে করতে। তাতে তাদের নিজেদের জীবনেও সাফল্য আসবে। কর্মফলে বিশ্বাস রাখুন। যেমন আমি ও আমার বাবা রাখি। আর আমাদের সম্পর্কে একটা কথাই বলতে চাই যে আমরা সবে শুরু করেছি।"
First Published: Wednesday, January 8, 2014, 22:32