একশো কোটির ডিভোর্সের খবর ভুল: সুজানে

একশো কোটির ডিভোর্সের খবর ভুল: সুজানে

একশো কোটির ডিভোর্সের খবর ভুল: সুজানে একশো কোটির বিচ্ছেদের খবর মিথ্যে, ভুল, বানানো। বললেন, সুজানে। শনিবারই প্রকাশিত হয় খবর, "সুজানে ও হৃতিকের বিচ্ছেদ: ১০০ কোটির চুক্তি?" খবর প্রকাশিত হওয়ার পরই বিবৃতি দেন ক্ষুব্ধ সুজানে।

সুজানে বলেন, "আমি আজকের খবর পড়ে খুব হতাশ হয়েছি। এর মধ্যে কোনও সত্যতা নেই। পুরোটাই জল্পনা। এই ধরণের ভুল খবর প্রকাশ করা অনুচিত্। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এই ধরণের জল্পনাও করা উচিত্ নয়। হৃতিক এবং আমার দুজনের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। ছেলেদের ভালভাবে মানুষ করাই এখন আমাদের লক্ষ্য। আমি মিডিয়াকে আবারও অনুরোধ করছি আমাদের জীবনের কঠিন সময়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে জল্পনা না করতে।"

গত ১৩ ডিসেম্বর সুজানের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষনা করেন হৃতিক।

First Published: Saturday, December 28, 2013, 21:32


comments powered by Disqus