ঋত্বিক-করিনার রোমান্টিক `কামব্যাক`!

ঋত্বিক-করিনার রোমান্টিক `কামব্যাক`!

ঋত্বিক-করিনার রোমান্টিক `কামব্যাক`!এমন একটা সময় ছিল যখন বি-টাউনের `হটেস্ট` জুটি ছিলেন ঋত্বিক রোশান ও করিনা কাপুর। জুটি বেঁধে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। `কভি খুশী কভি গম`, `ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ`, `ইয়াদে`-এর মতো বেশ কিছু হিট ছবি উপহার। তবে কালের সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে মরচে ধরেছিল তাঁদের জুটিতে। প্রায় দশ বছর হয়ে গেল দর্শক তাঁদের একসঙ্গে রূপোলী পর্দায় দেখেননি। তবে বলিউডে গুঞ্জন খুব তাড়াতাড়িই সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। শোনা যাচ্ছে, করণ জোহরের নতুন ফিল্মে অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছেন বেবো।

পরিচালনায় রয়েছেন করণ মালহোত্র। ধর্মা প্রডাকশনের ব্যানারেই তৈরি হবে ছবিটি। যদিও সিনেমার নায়ক কে হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। সূত্রের খবর এই ছবিতে করিনার বিপরীতে ঋত্বিকের অভিনয়ের সম্ভাবনাই বেশী। বাজারে খবর, একটি অনবদ্য চিত্রনাট্য লেখা হয়েছে ছবিটির জন্য। আশা করা যায় করণ জোহরের হাত ধরে ঋত্বিক-করিনার এককালের জনপ্রিয় জুটির `কামব্যাক` হতে চলেছে।

First Published: Saturday, August 18, 2012, 21:08


comments powered by Disqus