Last Updated: February 12, 2013 12:19

আজ ১১ ফেব্রুয়ারি। হাগ ডে। প্রেম সপ্তাহের ভেরি স্পেশাল একটা দিন। মনে আছে তো মুন্নাভাই এমবিবিএস সিনেমাটা? শুধুমাত্র ভালবাসার আলিঙ্গনে কীভাবে বদলে যায় চারপাশটা? তাই আজকের দিনে প্রিয়জনকে মন থেকে একবার জড়িয়ে ধরুন। আট কিংবা আশি, সম্মতির আন্তরিক আলিঙ্গনে মন খুশিয়াল হয় সবারই। ভালবাসার আলিঙ্গন কোন শব্দের মুখাপেক্ষী নয়। একটি `জাদু ঝাপ্পি` একটি শব্দ খরচ না করে বিনা আয়াসে প্রিয় বন্ধুকে বলে দিতে পারে আপনার মনের সব কথা। `হাগ ডে`-তে আপনাদের বিশেষ কী প্ল্যান আছে? কাউকে কি দিতে চান ইসপেশাল ঝাপ্পি? আপনার জাদু ঝাপ্পি কি বদলে দিয়েছিল কারোর মন খারাপের একটা দিন? জানান আমাদের। শেয়ার করুন আপনার ম্যাজিকাল ঝাপ্পি মোমেন্ট আমাদের সঙ্গে। কমেন্ট করুন নীচে।
প্রেম সপ্তাহের খুঁটিনাটি জানতে ক্লিক করুন এখানে
First Published: Tuesday, February 12, 2013, 16:27