Last Updated: October 8, 2012 10:30

চতুর্থ বারের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উগো শাভেজ। টানা তেরো বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকা শাভেজ পেয়েছেন মোট ভোটের ৫৪ শতাংশ। প্রেসিডেন্ট পদে সাভেজের প্রতিদ্বন্দ্বী হেনরিকো ক্যাপ্রিলেস পেয়েছেন প্রায় ৪৫ শতাংশ ভোট। বিভিন্ন গণমাধ্যমের সমীক্ষায় প্রথম থেকেই এগিয়ে ছিলেন শাভেজ। যদিও প্রেসিডেন্ট পদে শাভেজের পুনর্নিবাচিত হওয়াটা সহজ হবে না বলেই জানিয়ে আসছিল পশ্চিমি প্রচার মাধ্যমগুলি। সরকারি সময়ের পরও ভারতীয় সময় সোমবার ভোর চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলে। আজ ভোটের ফল বেরোতেই কারাকাসের রাস্তায় উচ্ছ্বাসে ভেসে যান শাভেজের সমর্থকেরা। গত বছর জুনে ক্যান্সার ধরা পড়ায় দীর্ঘ তেরো মাস কাজের বাইরে ছিলেন শাভেজ। কিন্তু সুস্থ হয়ে ফিরেই শাভেজ জানিয়ে দেন, সমাজতন্ত্রের লক্ষ্যে বলিভারিয়ান বিপ্লব ঘটাতে গেলে আরও একবার তাঁর ক্ষমতায় আসা প্রয়োজন।
শাভেজের তেরো বছরের শাসনে ভেনেজুয়েলায় নজরে পড়ার মতো কমেছে দারিদ্রের হার। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার সূচকগুলিতেও ভেনেজুয়েলার উন্নতির স্বীকৃতি মিলেছে ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে। বিকল্পের অর্থনীতির রাস্তায় শাভেজ এবার ভেনেজুয়েলাকে কোন খোঁজে সেই পথ চলায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ভেনেজুয়েলার নির্বাচনের দিকেই তাই এখন তাকিয়ে গোটা দুনিয়া।
First Published: Monday, October 8, 2012, 10:30